ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

লকডাউন শেষ: চাঁদপুরে বাস, লঞ্চ, ট্রেনে ভিড় 

চাঁদপুর প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৭, ১১ আগস্ট ২০২১  
লকডাউন শেষ: চাঁদপুরে বাস, লঞ্চ, ট্রেনে ভিড় 

করোনাভাইরাসের সংক্রমণরোধে কঠোর লকডাউন শেষে বুধবার (১১ আগস্ট) চাঁদপুর থেকে দেশের বিভিন্ন অঞ্চলে যাওয়া বাস, ট্রেন ও লঞ্চে যাত্রীর ভিড় লক্ষ্য করা গেছে। কেউ কর্মস্থল ফিরছেন, আবার কেউ চাঁদপুরের কর্মস্থল থেকে নিজের বাড়িতে যাচ্ছেন। 

চাঁদপুর শহরের রেলস্টেশন, বাস টার্মিনাল ও লঞ্চঘাট ঘুরে যাত্রীদের এমন হুড়োহুড়ি দেখা গেছে। তবে যাত্রীদের অনেকের মুখে মাস্ক ছিলো না। 

চাঁদপুর রেলস্টেশন মাস্টার শোয়েবুল মিজি জানান, ভোর ৫টায় সিটের সমান যাত্রী নিয়ে নিয়ম মেনে আন্তঃনগর মেঘনা ট্রেন চট্টগ্রামের উদ্দেশ্য চাঁদপুর ছেড়ে গেছে। এরপর অন্যান্য ট্রেনও পূর্বের সময়ে ছেড়ে গেছে। এ সময় ট্রেনের ছাদে যাতে কেউ উঠতে না পারে, সেই বিষয়ে কর্মকর্তারা তৎপর ছিলেন।

চাঁদপুর পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি বাবুল ইসলাম বলেন, ‘বাসে ছিটের অতিরিক্ত যাত্রী যাতে উঠতে না পারে, সেই বিষয়ে আমরা তৎপর রয়েছি। তবে যাত্রীর চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে। এরপরও আমরা স্বাস্থবিধি মেনে বাস ছাড়তে চালক-হেলপারদের সতর্ক করছি।’ 

মঙ্গলবার (১০ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বোগদাদিয়া-৮ লঞ্চটি ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে। যাত্রীর চাপ বেশি থাকায় সকাল ৬টা হতে ঢাকাগামী সব লঞ্চই যথাসময়ে ছিটের সমান যাত্রী নিয়ে লঞ্চঘাট ছেড়ে গেছে। 

চাঁদপুর লঞ্চঘাটের টিআই শাহ-আলম দুপুরে বলেন, ‘এখন পর্যন্ত ডজনখানেক লঞ্চ ঢাকাসহ বিভিন্ন রুটের উদ্দেশে ঘাট ছেড়ে গেছে। আমরা স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে সতর্ক অবস্থানে রয়েছি।’  

এ ব্যাপারে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চাঁদপুরের বন্দর কর্মকর্তা এ কে এম কায়সারুল ইসলাম বলেন, ‘অতিরিক্ত যাত্রী নিয়ে যাতে লঞ্চ না ছাড়ে, সেই ব্যাপারে আমরা মনিটরিং করছি।’ 

জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, ‘লকডাউন শেষ হওয়ায় মঙ্গলবার (১০ আগস্ট) চাঁদপুরের পরিবহন নেতাদের সঙ্গে স্বাস্থবিধি মানা ও যাত্রীদের শতভাগ মাস্ক পরিধান নিশ্চিতের ব্যাপারে মিটিং করেছি। সেখানে শর্তসাপেক্ষে সড়কপথে অর্ধেক যানবাহন নামানোর নির্দেশনা দেওয়া হয়েছে।’  

আইন অমান্যকারীদের কোনো ছাড় দেওয়া হবে না বলে জানান জেলা প্রশাসক। 
 

জয়/বকুল 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়