ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে আলোচিত মিলি হত্যা মামলায় দুজন গ্রেপ্তার

ঠাকুরগাঁও প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪৪, ১২ আগস্ট ২০২১  
ঠাকুরগাঁওয়ে আলোচিত মিলি হত্যা মামলায় দুজন গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে আলোচিত মিলি হত্যা মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বৃহস্পতিবার (১২ আগস্ট) রাত সাড়ে ৮টায় নিহত মিলির ছেলে অর্ক রায় রাহুল (২৮) ও বিএনপি নেতা আমিনুল ইসলাম সোহাগকে (৪০) গ্রেপ্তার করা হয়েছে।

মামলার তদন্তের স্বার্থে তাদের জিজ্ঞাসাবাদের জন্য সিআইডির হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক।

শহরের কালিবাড়ি মোড় থেকে সোহাগকে গ্রেপ্তারের পর মোহাম্মদ আলী সড়কের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার হন রাহুল।

উল্লেখ্য, গত ৮ জুলাই সকালে শহরের মোহাম্মদ আলী সড়কে নিজ বাসার পাশে থেকে মিলি চক্রবর্তীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ১০ জুলাই পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করে। ৫ আগস্ট মামলাটি সিআইডিতে হস্তান্তর করা হয়।

ঠাকুরগাঁও/হিমেল/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়