ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

পদ্মা সেতুতে ফেরির ধাক্কা: প্রকৌশলীর ঘটনাস্থল পরিদর্শন 

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩২, ১৩ আগস্ট ২০২১   আপডেট: ১৬:২৪, ১৩ আগস্ট ২০২১
পদ্মা সেতুতে ফেরির ধাক্কা: প্রকৌশলীর ঘটনাস্থল পরিদর্শন 

পদ্মা সেতুর ১০ নম্বর পিলারে আবারও ধাক্কা দেওয়ার ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন বেশ কয়েকজন প্রকৌশলী।

শুক্রবার (১৩ আগস্ট)  সকাল সাড়ে ৭টার দিকে ১০ নম্বর পিলার পরিদর্শন করেন তারা।

বিষয়টি নিশ্চিত করেছেন পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী ( মূল সেতু) দেওয়ান মোহাম্মদ আব্দুল কাদের।

দেওয়ান মোহাম্মদ আব্দুল কাদের জানান, আজ সকাল পৌনে ৭টার সময় মাদারীপুরের বাংলাবাজার ঘাট থেকে মুন্সীগঞ্জের শিমুলিয়ায় যাওয়ার পথেপদ্মাসেতুর ১০ নম্বর পিলারে ধাক্কা দেয় ফেরি কাকলি। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। দেখা গেছে, ধাক্কার ফলে সেতুর পিলার সামান্য ক্ষতিগ্রস্থ হয়েছে। এ ঘটনায় ফেরির চালকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন: পদ্মা সেতুর ১০ নম্বর পিলারে আবারও ফেরির ধাক্কা

রতন/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়