ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ময়মনসিংহে নৌকাডুবি: যুবকের লাশ উদ্ধার, চিকিৎসক নিখোঁজ

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২০, ১৮ আগস্ট ২০২১   আপডেট: ১০:২৪, ১৮ আগস্ট ২০২১
ময়মনসিংহে নৌকাডুবি: যুবকের লাশ উদ্ধার, চিকিৎসক নিখোঁজ

ময়মনসিংহের ভালুকায় খিরু নদীতে চিকিৎসকদের নিয়ে বেড়াতে যাওয়া নৌকায় বালুবাহী ট্রলারের ধাক্কার ঘটনায় নিখোঁজ দুইজনের মধ্যে তানভীর (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

মঙ্গলবার (১৭ আগস্ট) দিবাগত রাত ১২টায় ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

তবে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক অমিত রায় এখনো নিখোঁজ রয়েছেন।

বুধবার (১৭ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ভালুকা উপজেলা পরিষদ (ইউপি) চেয়ারম্যান আবুল কালাম আজাদ।

ইউপি চেয়ারম্যান জানান, গতকাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে অন্তত ২০ জনের একটি টিম নৌকা ভাড়া করে খিরু নদীতে নৌকা ভ্রমণে বের হন। ভ্রমণ শেষে ফেরার পথে রাত সাড়ে ৮টার দিকে উপজেলার রাজৈর ইউনিয়নের উরাহাটি গ্রামের ত্রিমোহনী সংলগ্ন খিরু নদীতে একটি বালুবোঝাই ট্রলারের সঙ্গে নৌকাটির ধাক্কা লাগে। এতে নৌকাটি ডুবে যায়।

ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আল মামুন জানান, সকালে আবারও উদ্ধার অভিযান শুরু হয়েছে।  উদ্ধার অভিযান শেষ হলেই বিস্তারিত বলা যাবে।

মিলন/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়