ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

২ মাথা নিয়ে জন্মেছে বাছুরটি 

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২২, ১৯ আগস্ট ২০২১  
২ মাথা নিয়ে জন্মেছে বাছুরটি 

গাজীপুর সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের মারিয়াল এলাকায় অদ্ভুত একটি বাছুরের জন্ম হয়েছে। অবিশ্বাস্য মনে হলেও বাছুরটির দুটি মাথা ও চারটি চোখ।

সোমবার (১৬ আগস্ট) মো. আসলাম উদ্দীন সরকারের খামারে বাছুরটির জন্ম হয়েছে।

খামারি আসলাম বলেন, ‘দুই বছর আগে মা গাভীটি কিশোরগঞ্জ থেকে ২ লাখ ৪০ হাজার টাকা দিয়ে গাভীটি কিনেছিলাম। ৯ মাস আগে কৃত্রিম বীজের মাধ্যমে গাভীটি গর্ভধারণ করে। জন্মের পরপরই মায়ের কাছ থেকে বাছুরটিকে আলাদা রাখা হয়েছে। গাভীটি ও বাছুর সুস্থ রয়েছে।’

এদিকে, দুই মাথা ও চার চোখের অদ্ভুত বাছুরটিকে দেখতে বিভিন্ন এলাকা থেকে মানুষ দেখতে খামারে ভিড় করছেন।

মারিয়াল এলাকার বাসিন্দা রাইসুল ইসলাম বাঁধন বলেন, ‘আমাদের বাড়ির পাশেই এই খামার। বিভিন্ন এলাকা থেকে বন্ধুরা দেখতে আসছে। আমিও দেখেছি। বাছুরটি এখনো জীবিত আছে।’

২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হান্নান মিয়া হান্নু বলেন, ‘খবর শোনার পরপরই দেখতে গিয়েছিলাম। বাছুরটি খুব বেশি নাড়াচাড়া করতে পারে না। বাছুরটিকে দেখতে ওই বাড়িতে প্রচুর মানুষ ভিড় করছেন।’

ওই এলাকার পশু চিকিৎসক সোলায়মান হোসেন বলেন, ‘নয় মাস দশদিন আগে গাভীটিকে প্রজনন বীজ দেওয়া হয়। স্বাভাবিক সময়ের মধ্যে গাভীটি বাচ্চা প্রসব করেছে। কিন্তু বাছুরটি প্রতিবন্ধী হওয়ার কারণে এমনটা হয়েছে।’

গাজীপুর/রেজাউল/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়