ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

চাঁদপুরে বেলভিউ হাসপাতালে করোনা ওয়ার্ড চালু

চাঁদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৫, ১৯ আগস্ট ২০২১   আপডেট: ২২:১১, ১৯ আগস্ট ২০২১

চাঁদপুরে বেলভিউ হাসপাতালে করোনা ওয়ার্ড চালু করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) হাসপাতালে গিয়ে দেখা যায়, হাসপাতালের চতুর্থ তলায় তিনটি ওয়ার্ডে মোট ২০টি বেডে করোনা উপসর্গ ও করোনা আক্রান্ত রোগীদের আলাদা স্টাফ দিয়ে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। 

বেলভিউ হাসপাতালের এমডি ডা. হারুন অর রশিদ (সাগর) বলেন, ‘করোনা মহামারীর শুরু থেকেই বেলভিউ হাসপাতালে করোনা উপসর্গের রোগীদের চিকিৎসা দেওয়া হতো। সেটি তখন ছিলো অঘোষিত। পরবর্তীতে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ আমাদের হাসপাতালকে করোনার চিকিৎসা দেওয়ার বিষয়ে সক্ষম মনে করে। সেই প্রেক্ষিতে তাদের অনুমতি পেয়ে আমরা করোনা উপসর্গের পাশাপাশি করোনা রোগীদেরকেও এখন চিকিৎসা সেবা দিচ্ছি।’

তিনি আরও বলেন, ‘প্রতিদিনই করোনা ওয়ার্ডে ৭/৮জন করে রোগী ভর্তি হচ্ছে। যাদের অবস্থা খুবই খারাপ তাদের আমরা চাঁদপুর সদর হাসপাতাল বা ঢাকায় পাঠিয়ে দেই।’ 

চাঁদপুরের সিভিল সার্জন ডা. মো. শাখাওয়াত উল্লাহ বলেন, ‘চাঁদপুরে করোনা সংক্রমণ অনেক বেশি। ২৫০ শয্যার সদর হাসপাতালটিতে ১৫০টি বেড করোনা রোগীদের জন্য। বাকি ১০০ বেড জেনারেল রোগীদের জন্য বরাদ্দ দিয়েছি। তারপরেও মাঝে মাঝে রোগীর চাপ বেড়ে যায়। তখন চিকিৎসক ও অন্যান্য জনবল সঙ্কট দেখা দেয়। তাই ফ্যাসিলিটি বিবেচনায় বেলভিউ হাসপাতালকে জেনারেল রোগীর পাশাপাশি করোনা রোগীর চিকিৎসা করার অনুমতি দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘প্রয়োজনে বেলভিউ হাসপাতালটিতে করোনা রোগীর জন্য বেড সংখ্যা ৫০-এ উন্নীত করা যাবে। হাসপাতালটিতে অক্সিজেন রিফিলের দায়িত্ব নিয়েছেন পুলিশ সুপার মিলন মাহমুদ।’

জয়/সনি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়