ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বিরল হলুদ কচ্ছপটি গবেষণার জন‌্য নিতে চান ঢাবি শিক্ষার্থীরা

ফরিদপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৩, ২৩ আগস্ট ২০২১   আপডেট: ১৫:২৭, ২৩ আগস্ট ২০২১
বিরল হলুদ কচ্ছপটি গবেষণার জন‌্য নিতে চান ঢাবি শিক্ষার্থীরা

উদ্ধার হওয়া হলুদ রঙের বিরল প্রজাতির কচ্ছপ

ফরিদপুরে হলুদ রঙের বিরল প্রজাতির উদ্ধার হওয়া কচ্ছপটি গবেষণা জন‌্য চেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রাণিবিদ্যা বিভাগের বন‌্যপ্রাণী শাখার শিক্ষার্থীরা। বর্তমানে কচ্ছপটি ফরিদপুর সদরের গঙ্গাবর্দীতে বন বিভাগের তত্ত্বাবধানে রাখা হয়েছে।

সোমবার (২৩ আগস্ট) দুপুরে ফরিদপুর বিভাগীয় সামাজিক বন কর্মকর্তা কবির হোসেন পাটোয়ারী বিষয়টি জানিয়েছেন। 

কবির হোসেন পাটোয়ারী জানান, কচ্ছপটি একেবারেই নতুন প্রজাতির। এটি হলুদ রঙের। কচ্ছপটির ওজন আনুমানিক দেড় কেজি ও ব্যাসার্ধ ৮ ইঞ্চির মতো। ওই কচ্ছপটির খবর খুলনার বন্যপ্রাণী সম্প্রসারণ ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় কর্মকর্তাকে জানানো হয়েছে। তার পরামর্শ মতো পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এদিকে,কচ্ছপটি নিতে ফরিদপুর বন বিভাগ অফিসে এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের বন্য প্রাণী শাখার শিক্ষার্থী আশিকুর রহমান শমী। তিনি বলেন, ‘এটি সুন্ধী জাতীয় কচ্ছপ হলেও এই প্রজাতির হলুদ বর্ণের কচ্ছপ সাধারণত দেখা যায় না। সুন্ধি জাতীয় কচ্ছপ মেটে ও ধুসর রঙের হয়। এটির ক্ষেত্রে জিনগত পরিবর্তন কিংবা অন্য কারণে হলুদ রঙ হয়ে থাকতে পারে। একারণে আমরা কচ্ছপটিকে নিতে এসেছি। এটার ওপর গবেষণা চালানো হবে। তবে আমাদেরকে কচ্ছপটি দেবে কিনা এখনও সিদ্ধান্ত নেয়নি কর্তৃপক্ষ।’

উল্লেখ‌্য, রোববার (২২ আগস্ট) দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার অম্বিকাপুরের বিশ্বাস ডাংগী এলাকায় বন্যার পানিতে মাছ ধরতে যান অম্বিকাপুর গ্রামের রিয়াদ নামে এক যুবক। এসময় তার জালে এ কচ্ছপটি ধরা পড়ে। খবর পেয়ে ফরিদপুর জেলা সামাজিক বন বিভাগ কচ্ছপটি উদ্ধার করে।

উজ্জ্বল/বুলাকী

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়