ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ফরিদপুরে ব্যবসায়ী হত্যা: ইউপি চেয়ারম্যানসহ ৮ জন কারাগারে

ফরিদপুর সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৮, ২৪ আগস্ট ২০২১   আপডেট: ২১:১৩, ২৪ আগস্ট ২০২১
ফরিদপুরে ব্যবসায়ী হত্যা: ইউপি চেয়ারম্যানসহ ৮ জন কারাগারে

নিহত মো. শাহজাহান

ফরিদপুরের নগরকান্দা উপজেলার চাঞ্চল্যকর মো. শাহজাহান হত্যা মামলার অন্যতম আসামি রামনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কুদ্দুস ফকিরসহ আট জনকে জেল হাজতে পাঠানো হয়েছে। 

মঙ্গলবার (২৪ আগস্ট) দুপুর ২টার দিকে ফরিদপুরের ৪নং আমলী আদালতের বিচারক মো. আসিফ আকরাম আসামিদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। 

নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের ব্যবসায়ী মো. শাহজাহানকে স্থানীয় রাজনৈতিক বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন ২০১৭ সালের ২২ ফেব্রুয়ারি রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে খুন করে ফেলে রেখে যায়।

পরদিন শাহজাহানের গলায় ফাঁস দেওয়া অবস্থায় লাশটি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের ভাই হাবিবুর রহমান বাদী হয়ে নগরকান্দা থানায় হত্যা মামলা দায়ের করেন। হত্যা মামলায় রামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুদ্দুস ফকিরসহ ১৫ জনকে আসামি করা হয়। মামলাটি দীর্ঘদিন সিআইডি তদন্ত করে। 

সোমবার (২৩ আগস্ট) সিআইডি আদালতে এ হত্যা মামলার চার্জশিট দাখিল করে। আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। 

মামলার আসামিরা মঙ্গলবার (২৪ আগস্ট) ফরিদপুরের ৪নং আমলী আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত জামিন নামঞ্জুর করে রামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুদ্দুস ফকির, আক্কাস ফকির, জাকির ফকির, কামাল ফকির, দেলোয়ার ফকির, সামাদ সিকদার, জোহরউদ্দিন সিকদার, বাবলু মোল্যাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

এছাড়াও মামলার বাকি ৭ আসামি এখনও পলাতক রয়েছে।  

উজ্জ্বল/বকুল 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়