ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

নেত্রকোনায় এক ব্যক্তিকে মিনিটে দুইবার করোনার টিকা প্রদান

নেত্রকোনা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৮, ২৫ আগস্ট ২০২১   আপডেট: ২১:০০, ২৫ আগস্ট ২০২১
নেত্রকোনায় এক ব্যক্তিকে মিনিটে দুইবার করোনার টিকা প্রদান

জজ মিয়া

নেত্রকোনার মোহনগঞ্জে জজ মিয়া (৩৯) নামে এক ব্যক্তিকে এক মিনিটের ব্যবধানে দুই ডোজ করোনার টিকা দেওয়ার অভিযোগ উঠেছে।

বুধবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই ঘটনা ঘটে।

পেশায় মুদি দোকানি জজ মিয়া পৌর শহরের আল মবিন রোডের বাসিন্দা। 

জজ মিয়া জানান, সকালে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিচতলায় (নতুন ভবন) তিনি করোনার দ্বিতীয় ডোজের টিকা নিতে যান। আলমগীর হোসেন প্রথমে ডান হাতে একবার টিকা পুশ করেন। এরপর জজ মিয়া সেখানেই চেয়ারে বসে ছিলেন। হঠাৎ করেই আলমগীর হোসেন তার ডান হাতের একই স্থানে আরেকবার টিকা পুশ করেন। 

বিষয়টি জানাজানি হলে স্বাস্থ্য বিভাগ তৎপর হয়ে ওঠে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেকে নিয়ে জজ মিয়াকে তাৎক্ষণিক প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর মোহাম্মদ শামছুল আলম বলেন, ‘এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে। ভুক্তভোগী মুদি দোকানিকে চিকিৎসকরা পর্যবেক্ষণে রেখেছেন।’

মোহনগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ছাব্বির আহমেদ আকুঞ্জি বিষয়টিকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন। 

উল্লেখ্য, গত ২৭ জুলাই জজ মিয়া প্রথম ডোজের টিকা গ্রহণ করেন।

দেবল/তারা 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়