ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

নেত্রকোনা সীমান্তে ১৭ লাখ টাকার শাড়ি জব্দ

নেত্রকোনা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৮, ২৬ আগস্ট ২০২১   আপডেট: ১৫:১৯, ২৬ আগস্ট ২০২১
নেত্রকোনা সীমান্তে ১৭ লাখ টাকার শাড়ি জব্দ

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করেছে ৩১ বিজিবি।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) ভোর রাত সাড়ে ৫টার দিকে উপজেলার সীমান্তবর্তী ফান্দা নামক স্থান থেকে এই মালামাল জব্দ করেছে বিজিবি। জব্দ করা মালামালের আনুমানিক মূল্য নির্ধারণ করা হয়েছে ১৭ লাখ ৫ হাজার টাকা।

নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক এ এস এম জাকারিয়া বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি অধিনায়ক জানান, সীমান্তবর্তী দুর্গাপুরের বারমারী বিওপির নায়েব সুবেদার মো. মুজিবুর রহমানের নেতৃত্বে ১০ সদস্যের একটি টিম সীমান্তে টহল পরিচালনা করছিল। বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলার সীমান্ত পিলার ১১৬২/১-এস হতে আনুমানিক বাংলাদেশের অভ্যান্তরে ফান্দা নামক স্থান থেকে এই মালামাল জব্দ করে বিজিবি। জব্দ করা মালামালের মধ‌্যে— ১৭০ পিস ভারতীয় লতিকা শাড়ি, ১৪০ পিস ভারতীয় শানজানা শাড়ী, ১৩০ পিস জামদানী শাড়ি আছে।

জব্দ করা মালামাল নেত্রকোনা কাস্টমস্ অফিসে জমা দেওয়া হবে। তবে এ ঘটনায় কোনো চোরাকারকারিকে আটক করতে পারেনি বিজিবি।

দেবল/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়