ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ট্রেনে কাটা পড়ে ২ ব্যক্তি নিহত

গোপালগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১১, ২৯ আগস্ট ২০২১   আপডেট: ১৫:১৩, ২৯ আগস্ট ২০২১
ট্রেনে কাটা পড়ে ২ ব্যক্তি নিহত

গোপালগঞ্জে টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মো. সবুর মোল্লা (৪০) ও মো. টমাস মোল্লা (২৯) দুই ব্যক্তি নিহত হয়েছেন।

রোববার (২৯ আগস্ট) দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার উপজেলার ডুমদিয়ার মোছড়া গ্রামের রেল লাইনে ওপর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

রাজবাড়ী রেল পুলিশের উপ-পরিদর্শক (এসআই)  মো. মনিরুজ্জামান ট্রেনে কাটা পড়ে নিহত হবার বিষয়টি নিশ্চিত করেছেন। শনিবার (২৮ আগস্ট) দিবাগত রাতে যে কোনো সময় এ দুর্ঘটনা ঘটতে পারে বলে তিনি ধারণা করছেন।

নিহতরা হলেন— নড়াইল জেলার কালিয়া উপজেলার চালিতাতলা গ্রামের মো. গোলাম মোল্লার ছেলে মো. সবুর মোল্লা (৪০) ও গোপালগঞ্জ সদর উপজেলার খাগাইল গ্রামে মো. ওমর মোল্লার ছেলে মো. টমাস মোল্লা (২৯)।

এসআই  মো. মনিরুজ্জামান জানান, নিহত মো.সবুর মোল্লা ও মো. টমাস মোল্লা প্রতিদিনের মত রাতে রেল লাইনের পাশের জলাশয়ে মাছ শিকার করতে যান। এসময় তারা পাশের একটি চায়ের দোকান থেকে চা খেয়ে মশার কয়েল নিয়ে মাছ ধরার স্থলে যান। পরে কয়েল জ্বালিয়ে মাছ ধরার এক ফাঁকে রেল লাইনের ওপর ঘুমিয়ে পড়েন।

পরে তারা বাড়িতে ফিরে না আসায় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন পরিবারের লোকজন। এসময় স্থানীয় লোকজন রেল লাইনের ওপর তাদের কাটা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে রাজবাড়ী রেল পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে নিহতদের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

বাদল/সারা/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়