ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

লালমনিরহাটে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

লালমনিরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৭, ২৯ আগস্ট ২০২১   আপডেট: ১৯:২৯, ২৯ আগস্ট ২০২১
লালমনিরহাটে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন।

রোববার (২৯ আগস্ট) ভোরে উপজেলার বুড়িমারী ইউনিয়নের বুড়িমারী বান্দেরমাথা সীমান্তে গুলিতে তারা নিহত হন। পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক এর সত্যতা নিশ্চিত করেছেন।

ওমর ফারুক বলেন, ভোরে ভারত থেকে গরু আনার সময় বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি চালায়। এরপর তারা মরদেহ নিয়ে ভারতে চলে যায়।

ওসি আরও জানান, নিহত দুজনের মধ্যে ইউনুস আলীর বাড়ি বুড়িমারী ইউনিয়নে এবং সাগরের বাড়ি নীলফামারী জেলার ডিমলায়। এ বিষয়ে কোনো মামলা হয়নি বলে জানান ওসি ওমর ফারুক।

৬১ বিজিবি বুড়িমারী বিওপি ক্যাম্পের কমান্ডার সুবেদার বেলাল হোসেন রাইজিংবিডিকে বলেন,বিএসএফ লাশ দুটি ভারতীয় থানায় নিয়ে গেছে। ময়নাতদন্ত শেষে হস্তান্তর করতে পারে। আগামীকাল হয়তো আবার বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হবে। 

স্থানীয় ইউপি চেয়ারম্যনসহ লাশের পরিবারের লোকজন তাদের কাছে এসেছিল বলে জানান সুবেদার বেলাল হোসেন। 

ফারুক/বকুল 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়