ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

নাইক্ষ্যংছড়িতে জেএসএসের সঙ্গে গুলি বিনিময়

বান্দরবান প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৭, ১ সেপ্টেম্বর ২০২১  
নাইক্ষ্যংছড়িতে জেএসএসের সঙ্গে গুলি বিনিময়

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) বাহিনীর সঙ্গে সেনাবাহিনী ও বিজিবি সদস্যদের গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে।  বুধবার (০১ সেপ্টেম্বর) উপজেলার দৌছড়ির ছাগলখাইয়া এলাকায় এ ঘটনা ঘটে। 

সেনাবাহিনী ও বিজিবি সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার ভোরে নাইক্ষ্যংছড়ি জোনের জোন কমান্ডার লেফটেনেন্ট কর্নেল শাহ্ আবদুল আজীজ আহমেদের নেতৃত্বে সেনাবাহিনী ও বিজিবি উপজেলার চাক পাড়া এলাকায় অভিযান চালায়।  সেনাবাহিনী ও বিজিবির যৌথ অভিযানে জেএসএসের সঙ্গে গুলি বিনিময় হয়।  প্রায় দেড় ঘন্টা গুলি বিনিময়ের পর জেএসএস সন্ত্রাসীরা পিছু হটতে বাধ্য হয়। 

লেফটেনেন্ট কর্নেল শাহ্ আবদুল আজীজ আহমেদ বলেন, ‘প্রায় দেড় ঘন্টা গোলাগুলির পর জেএসএসের সন্ত্রাসী গ্রুপটি পালিয়ে যায়।  এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

 


 

এস বাসু দাশ/শাহেদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়