ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

তিস্তা ও ধরলায় পানি বিপৎসীমার ওপরে প্রবাহিত

লালমনিরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫১, ৩ সেপ্টেম্বর ২০২১  
তিস্তা ও ধরলায় পানি বিপৎসীমার ওপরে প্রবাহিত

লালমনিরহাটের তিস্তা ও ধরলা নদীর পানি বেড়েছে। একদিন আগেও যা বিপৎসীমার নিচে ছিলো, এখন তা বেড়ে নদীতীরের নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। দোয়ানী ব্যারাজের সব জলকপাট খোলা রেখেছে পানি উন্নয়ন বোর্ড।

পানি উন্নয়ন বোর্ড জানায়, তিস্তা নদীর দোয়ানী ব্যারাজ পয়েন্টে ১ আগস্টে পানি বিপৎসীমার ৫৫ সেন্টিমিটার নিচে, ২ আগস্ট ৪৫ সেন্টিমিটার নিচে, আর শুক্রবার (৩ আগস্ট) বিপৎসীমার ৩৫ সেন্টিমিটার মিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

ধরলা নদীর পানি শিমুল বাড়ি পয়েন্টে ১ আগস্ট বিপৎসীমার ৫ সেন্টিমিটার নিচে এবং ২ আগস্টও নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিলো। আর আজ শুক্রবার (৩ আগস্ট) বিপৎসীমার ৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ড নদীর ভাঙন কবলিত ২৩টি স্পটে কাজ করছে বলে রাইজিংবিডিকে জানিয়েছেন নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান। ভারতের গজলডোবায় ভারী বৃষ্টিপাত এবং স্থানীয় বৃষ্টিপাত পানি বাড়ার কারণ বলে তিনি মনে করছেন।

পানি বেড়ে যাওয়ায় পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়ন; হাতিবান্ধা উপজেলার সিন্দুরনা, পাটিকাপাড়া, সানিয়াজান, গড্ডিমাড়ি ইউনিয়ন; আতিদমারী উপজেলার মহিষখোঁচা ইউনিয়ন; লালমনিরহাট জেলার সদরের খুনিয়াগাছ, হারাঠি ইউনিয়নের বেশ কয়েক হাজার পরিবার পানিবন্দি হয়েছে।

ফারুক/বকুল 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়