ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

লঘুচাপে সমুদ্র উত্তাল, চট্টগ্রাম বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৪, ৬ সেপ্টেম্বর ২০২১   আপডেট: ১৫:৪৫, ৬ সেপ্টেম্বর ২০২১
লঘুচাপে সমুদ্র উত্তাল, চট্টগ্রাম বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারনে চট্টগ্রাম সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া দপ্তর। সোমবার দুপুরে চট্টগ্রাম আবহাওয়া দপ্তরের প্রধান আবহাওয়াবিদ সেখ ফরিদ আহাম্মেদ রাইজিংবিডিকে এই তথ্য নিশ্চিত করেন।

আবহাওয়া দপ্তরের সর্বশেষ বুলেটিনে জানানো হয়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও কাছাকাছি পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরও ঘনীভূত হতে পারে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।’ এর ফলে চট্টগ্রামবন্দরসহ দেশের সমুদ্রবন্দরসমূহকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও কাছাকাছি এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। বাংলাদেশের উপকূলীয় এলাকা, উত্তর বঙ্গোপসাগর এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝোড়ে হাওয়া বয়ে যেতে পারে।

চট্টগ্রাম/ রেজাউল করিম/ এমএম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়