ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

যমুনায় পানি কমলেও বেড়েছে কালীগঙ্গা-ধলেশ্বরীতে

মানিকগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৩, ৬ সেপ্টেম্বর ২০২১  
যমুনায় পানি কমলেও বেড়েছে কালীগঙ্গা-ধলেশ্বরীতে

মানিকগঞ্জে শিবালয় উপজেলার যমুনা নদীর আরিচা পয়েন্টের পানি গত ২৪ ঘণ্টায় ১০ সেন্টিমিটার কমে বিপৎসীমার ২৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

সোমবার (৬ সেপ্টেম্বর)  বেলা পৌনে ১২টার দিকে যমুনা নদীর আরিচা পয়েন্টের পানির স্তর পরিমাপক মো. ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

মো. ফারুক হোসেন জানান, যমুনার নদীর আরিচা পয়েন্টে গত ২৪ ঘণ্টায় ১০ সেন্টিমিটার পানি কমলেও বিপৎসীমার ২৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ পয়েন্টে পানি কমলেও বন্যার পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। 

কালীগঙ্গা নদীর তরা পয়েন্টের গ্রেজ রিডার রফিকুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় এ পয়েন্টে ১১ সেন্টিমিটার পানি বেড়ে বিপৎসীমার ৩০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে করে নতুন নতুন এলাকায় পানি প্রবেশ করছে। 

ধলেশ্বরী নদীর জাগীর পয়েন্টের গ্রেজ রিডার বদর উদ্দিন জানান, এ পয়েন্টের পানি বিপৎসীমার কাছাকাছি চলে এসেছে। গত ২৪ ঘণ্টায় ১৩ সেন্টিমিটার পানি বেড়ে বিপৎসীমার মাত্র ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় নতুন এলাকা প্লাবিত হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মাঈন উদ্দিন জানান, আগামী ২৪ ঘণ্টায় বন্যার পূর্বাভাসে মানিকগঞ্জে বন্যার পরিস্থিতি স্থিতিশীল থাকার সম্ভাবনার কথা বলা হয়েছে। যমুনায় পানি কমলেও অভ্যন্তরীন নদীগুলোতে পানি বৃদ্ধি পাচ্ছে।
 

চন্দন/বুলাকী

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়