ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

উৎসবমুখর পরিবেশে খুলনায় দ্বিতীয় ডোজ দেওয়া হচ্ছে

নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০১, ৭ সেপ্টেম্বর ২০২১  
উৎসবমুখর পরিবেশে খুলনায় দ্বিতীয় ডোজ দেওয়া হচ্ছে

খুলনায় চলছে গণটিকা কার্যক্রম। ছবি: রাইজিংবিডি

খুলনায় গণটিকার দ্বিতীয় ডোজের কার্যক্রম মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে শুরু হয়েছে। জেলা ও মহানগরীর ৩০৭টি বুথে টিকা দেওয়া হচ্ছে।  

খুলনায় সকাল থেকে বৃষ্টি হওয়ার কারণে বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দারা ছাতা নিয়ে টিকা কেন্দ্রে জড়ো হন৷ নগরীর ৩১টি ওয়ার্ডের প্রতিটি ওয়ার্ডে ৩টি করে টিকা কেন্দ্র রয়েছে। বিভিন্ন এলাকার টিকা কেন্দ্রে স্বাস্থ্যবিধি না মানার অভিযোগ পাওয়া গেছে।

খুলনা সিটি করপোরেশনের প্যানেল মেয়র ২৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আলী আকবর টিপু বলেন, স্বাস্থ্যবিধি মেনে তার ওয়ার্ডে টিকা কার্যক্রম চলছে।  ১৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাফিজুর রহমান মনি জানান, গণটিকার কার্যক্রমে শৃঙ্খলতা রয়েছে। আগে বয়স্কদের টিকা দেওয়া হচ্ছে।

নূরুজ্জামন/সুমি

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়