ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

সাতক্ষীরায় টিকার ২য় ডোজ নিয়েছেন ৪৮৬০০ জন 

সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৫, ৭ সেপ্টেম্বর ২০২১  
সাতক্ষীরায় টিকার ২য় ডোজ নিয়েছেন ৪৮৬০০ জন 

সারা দেশের ন্যায় সাতক্ষীরার সাত উপজেলার ৮৭টি কেন্দ্রে ৪৮ হাজার ৬০০ জন করোনাভাইরাসের দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন। গত ৭ আগস্ট প্রথম ডোজের গণটিকা দেওয়া হয়। 

আজ মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) বিকেলে সাতক্ষীরার সিভিল সার্জন ডা.  হোসাইন শাফায়াত এ তথ্য জানান। তবে স্থানীয়রা জানান, এবার প্রচারনা কম থাকায় কেন্দ্রে লোকজনের উপস্থিতি কম দেখা যায়। 

সাতক্ষীরার সিভিল সার্জন জানান, সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ৮৭টি কেন্দ্রে দ্বিতীয় ডোজের টিকা দেওয়া কার্যক্রম চলে। ৪৮ হাজার ৬০০ জন সিনোফর্মের টিকা সিনোভ্যাক নিয়েছেন। 

সিভিল সার্জন জানান, আজ যারা টিকা নিতে পারেননি, তারা নিজ নিজ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে গিয়ে পরে টিকা নিতে পারবেন। 
 

শাহীন/বকুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়