ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

অসাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ৭ ব্যাবসায়ীকে জরিমানা

বরগুনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৯, ৭ সেপ্টেম্বর ২০২১  
অসাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ৭ ব্যাবসায়ীকে জরিমানা

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করায় বরগুনার আমতলী উপজেলায় সাত ব্যবসায়ীকে ৭০ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে উপজেলার বিভিন্ন খাবার হোটেলে অভিযান চালিয়ে এ অর্থ জরিমানা করা হয়।

বরগুনা জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবু বকর সিদ্দিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কেরেন। 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অস্বাস্থ্যকর পরিবেশে খবার তৈরি করায় আমতলী উপজেলার মারিয়া বেকারিসহ ৪টি বেকারি ও ৩টি খাবার হোটেলকে ৭০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

আবু বকর সিদ্দিক জানান, র‌্যাব-৮ এর একটি টিম নিয়ে আমতলীর ৭ নম্বর ওয়ার্ডে মারিয়া বেকারিসহ কয়েকটি বেকারি ও খাবার হোটেলে অভিযান চালান তারা। খাবার তৈরির পরিবেশ নোংরা থাকায় তাদের জরিমানা করা হয়।

ইমরান/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়