ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

খাদ্যে ভেজাল মেশানোয় ৩ কারখানার জরিমানা

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩২, ৭ সেপ্টেম্বর ২০২১  
খাদ্যে ভেজাল মেশানোয় ৩ কারখানার জরিমানা

খাদ্যে ভেজাল ও বিষাক্ত রাসায়নিক মেশানোর অপরাধে টাঙ্গাইলে ৩ কারখানা মালিককে ৯৫ হাজার টাকা জরিমানা করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার মধুপুর ও ধনবাড়ী উপজেলায় ভেজাল বিরোধী এ অভিযান পরিচালনা করা হয়।  অভিযানে নেতৃত্ব দেন টাঙ্গাইল ভোক্তা অধিকারের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।

মঙ্গলবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছেন টাঙ্গাইল র‌্যাব-১২-এর ৩ নম্বর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন।

আল মামুন জানান, খাদ্যে ভেজাল ও রাসায়নিক ব্যবহার করা হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে ধনবাড়ী ও মধুপুর উপজেলার তিনটি খাদ্য সামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়।  অভিযোগে সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারায় ধনবাড়ীর বেদারপাড়া এলাকার রাফি আইসক্রিমকে ৩০ হাজার এবং একই উপজেলার হাবিপুরের মেসার্স মনছুর সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

পরে মধুপুর উপজেলার কাকরাইদ এলাকার মীম ফুড প্রোডাক্টসকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।  

 

কাওছার/মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়