ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ধামরাইয়ে দুই হাসপাতাল বন্ধ করে দিল প্রশাসন

সাভার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৬, ৮ সেপ্টেম্বর ২০২১  
ধামরাইয়ে দুই হাসপাতাল বন্ধ করে দিল প্রশাসন

ঢাকার ধামরাইয়ে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর ঘটনায় আলোচিত সেফ লাইফ হাসপাতাল বন্ধ করে দিয়েছে প্রশাসন। এছাড়া প্রয়োজনীয় কাগজপত্র না থাকাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে বন্ধ করে দেয়া হয়েছে আরো একটি হাসপাতাল।

বুধবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ওই দুই হাসপাতাল বন্ধ করে দেন ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর রিফফাত আরা।

বন্ধ করা হাসপাতাল দুটি হল, সেফলাইফ হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এবং সেবা মেডিকেল সেন্টার।  

এ বিষয়ে নূর রিফফাত বলেন, প্রয়োজনীয় কাগজপত্র না থাকা এবং বিভিন্ন অনিয়মের অভিযোগে ওই দুটি হাসপাতাল বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।

অভিযানে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আহমেদুল হক তিতাস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

আরিফুল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়