ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বিএনপির মধ্যে তালেবানি জোস দেখা দিয়েছে: ইনু

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫১, ৯ সেপ্টেম্বর ২০২১  
বিএনপির মধ্যে তালেবানি জোস দেখা দিয়েছে: ইনু

জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, ‘আফগানিস্থানে জঙ্গিবাদের উত্থানে বিএনপির মধ্যে তালেবানি জোস দেখা দিয়েছে। যে কারণে দলটি সরকার উৎখাতের ঘোষণা দিচ্ছে। ’

বৃহস্পতিবার (০৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে নিজ নির্বাচনী এলাকা কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের একথা বলেন হাসানুল হক ইনু।

তিনি বলেন, ‘বিএনপি তাদের নেত্রীর মুক্তির জন্য প্রধানমন্ত্রীর কাছে করুনা ভিক্ষা করছে। এই দ্বিমুখি নীতি গ্রহণ করে দলটি আসলে রাজনৈতিক দেওলিয়াত্বের পরিচয় দিচ্ছে।  বিএনপির এই সরকার উৎখাতের পরিকল্পনা আসলে গণতন্ত্রের জন্য নয়। দলের কিছু অপরাধীদের রক্ষা ও কিছু বিচার বন্ধের জন্য তারা এমন হুমকি ধামকি দিচ্ছে।’

জাসদ সভাপতি বলেন, ‘১৪ দলীয় জোট এখনো সক্রিয় রয়েছে।  জঙ্গিবাদের অপতৎপরতা বন্ধ করতে এই জোট গঠন করা হয়েছিল। আজও দেশে সাম্প্রদায়িক জঙ্গিবাদ চক্র অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। তাই এদের রুখতে শেখ হাসিনার নেতৃত্বে ১৪ দলীয় জোট অব্যাহত থাকবে।’

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিংকন বিশ্বাস, কেন্দ্রিয় জাসদের সাংগাঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপন, মিরপুর উপজেলা জাসদের সাধারন সম্পাদক আহাম্মদ আলীসহ দলীয় নেতাকর্মীরা।

কাঞ্চন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়