ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সড়ক দুর্ঘটনায় নির্বাচন কমিশনের কর্মী নিহত, আহত ১

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৪, ১০ সেপ্টেম্বর ২০২১   আপডেট: ১৯:২৭, ১০ সেপ্টেম্বর ২০২১
সড়ক দুর্ঘটনায় নির্বাচন কমিশনের কর্মী নিহত, আহত ১

গাজীপুরের কালীগঞ্জে পিকআপের সঙ্গে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মো. আজমত আলী জুয়েল (৩৩) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় উজ্জল নামে আরো একজন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (১০ সেপ্টেম্বর)  বিকেলে উপজেলার তুমলিয়া ইউনিয়নের চুয়ারিয়াখোলা এলাকার নাগরী-মিশন সড়কে এ ঘটনা ঘটে।

জুয়েল উত্তরা নির্বাচন কমিশন কার্যালয়ে ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে কর্ম্রত ছিলেন।

কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস ছালাম জানান, শুক্রবার বিকেলে নাগরী-মিশন সড়কে কালীগঞ্জ মুখি মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলটি পাশের খাদে পড়ে যায়। পরে ঘটনাস্থল থেকে দুজনকে উদ্ধার করে কালীগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক মানসী জানান, গুরুতর আহত অবস্থায় বিকেলে দুই জনকে হাসপাতালে আনা হয়। আহতদের মধ্যে জুয়েল হাসপাতালে আনার আগেই মারা যান। উজ্জলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রফিক/মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়