Risingbd Online Bangla News Portal

ঢাকা     বৃহস্পতিবার   ২৮ অক্টোবর ২০২১ ||  কার্তিক ১২ ১৪২৮ ||  ২০ রবিউল আউয়াল ১৪৪৩

Risingbd Online Bangla News Portal

ধর্ষণ চেষ্টার অভিযোগে আ’লীগ নেতা গ্রেপ্তার

মানিকগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১০, ১০ সেপ্টেম্বর ২০২১  
ধর্ষণ চেষ্টার অভিযোগে আ’লীগ নেতা গ্রেপ্তার

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় এক কলেজ ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনোরঞ্জন শীল নকুলকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

আওয়ামী লীগ নেতা নকুল উপজেলার শিবালয় নতুন পাড়া এলাকার মৃত মঙ্গল শীলের ছেলে।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.  ফিরোজ কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

ভুক্তভোগী ও পুলিশ সুত্রে জানা গেছে, সাম্প্রতি আওয়ামী লীগ নেতা নকুল মটোরসাইকেল দুর্ঘটনা পড়েন। এতে তার একটি হাত ভেঙ্গে যায়। হাসপাতালে চিকিৎসা শেষে বাড়ি ফেরার পর প্রতিবেশী অসহায় এক কলেজ ছাত্রী প্রতিদিন ৩০০ টাকার বিনিময়ে নুকলের হাত ম্যাসেজ করে দিতেন।  

বৃহস্পতিবার দুপুরে ওই কলেজ ছাত্রী নুকলের হাত ম্যাসেজ করতে যান। এ সময় নুকল জোর করে ওই ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করেন। ওই ছাত্রী চিৎকার করতে শুরু করলে বাড়িতে থাকা অন্য লোকজন এগিয়ে আসেন।

ভুক্তভোগী ছাত্রীরে মা বলেন, ‘ঘটনার পর নকুল মুখ বন্ধ রাখতে আমাদের পাঁচ হাজার টাকা দেন। পুলিশকে জানালে সমস্যা হবে বলেও তিনি আমাদের হুমকি-ধমকি দেন। আমি এ ঘটনার সুষ্ঠ বিচার দাবি করছি।’

জানতে চাইলে শিবালয় উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল কুদ্দুস বলেন, ‘বিষয়টি আমি অবগত না। ঘটনা সত্যি হলে দলীয় ফোরামে কথা বলে সবার সিদ্ধান্ত অনুযায়ী নকুলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তানিয়া সুলতানা বলেন, ‘একজন ভুক্তভোগী কলেজ ছাত্রীর অভিযোগ করেন তাকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা মিলেছে। পরে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।’

তিনি আরো বলেন, ‘এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছেন।’

চন্দন/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়