ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের ৩ নেতা গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪১, ১২ সেপ্টেম্বর ২০২১   আপডেট: ২২:০৮, ১২ সেপ্টেম্বর ২০২১
চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের ৩ নেতা গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক করার সময় জামায়াতের শীর্ষ ৩ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মধ্য বাজার এলাকায় নিউ লাইফ হোমিও হল থেকে তাদের গ্রেপ্তার করা হয়।  সন্ধ্যার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার (এএসপি) মাহবুব আলম খান।

আটককৃত ব্যক্তিরা হলো, নাচোল উপজেলা জামায়াতের নায়েবে আমির ডা. রফিকুল ইসলাম।  নাচোল উপজেলার জামায়াতের বাইতুল মাল (অর্থ সম্পাদক)  নূরুল ইসলাম, নাচোল উপজেলা জামায়াতের সক্রিয় সদস্য খাইরুল বাশার।

এসএসপি মাহবুব আলম বলেন, ‘আমাদের কাছে খরব ছিল জামাতের নেতা কর্মীরা নাশকার উদ্দেশে বৈঠক করছে।  এ সময় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা বিভাগ ও পুলিশের যৌথ অভিযান পরিচলনা করে তাদের গ্রেপ্তার করে।  অভিযান পরিচালনাকালে পুলিশের অবস্থান টের পেয়ে অনেকজন পালিয়ে যেতে সক্ষম হয়।’

তিনি আরো বলেন, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে জিহাদি বই ও চাঁদা তোলার রশিদ (ইয়ানত বই) উদ্ধার হয়েছে। ’

মাহবুব আলম খান বলেন, ‘গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতার আইনে মামলা করা হয়েছে।’

মেহেদী/মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়