ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

ময়মনসিংহ মেডিক্যাল কলেজে ক্লাস-পরীক্ষা শুরু

ময়মনসিংহ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫০, ১৩ সেপ্টেম্বর ২০২১   আপডেট: ১২:৫৪, ১৩ সেপ্টেম্বর ২০২১
ময়মনসিংহ মেডিক্যাল কলেজে ক্লাস-পরীক্ষা শুরু

করোনা প্রাদুর্ভাবে দীর্ঘদিন বন্ধ থাকার পর আজ থেকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজে ক্লাস ও পরীক্ষা শুরু হয়েছে।

প্রথম দিনে দ্বিতীয় ও পঞ্চম বর্ষের শিক্ষার্থীরা ক্লাসে অংশগ্রহণ করেছেন। এছাড়াও এমবিএস ফাইনাল ও পোস্ট গ্র্যাজুয়েশন কোর্সের পরীক্ষাও অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ সেপ্টেম্বর)  সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক চিত্তরঞ্জন দেবনাথ।

অধ্যাপক চিত্তরঞ্জন দেবনাথ জানান, পর্যায়ক্রমে সকল বর্ষের ক্লাস শুরু হবে। সরাসরি ক্লাসের মাধ্যমে দীর্ঘদিন বন্ধের ক্ষতি পুষিয়ে নেওয়া হবে। অনলাইনে শিক্ষার্থীদের থিওরির উপর জোর দেওয়া হয়েছিল। এখন বেশি বেশি প্র্যাকটিকেল করানো হবে।  সকল শিক্ষার্থীদের ভ্যাকসিনের আওতায় আনা হয়েছে বলেও জানান তিনি।

এদিকে, দীর্ঘদিন পর ক্লাসে ফিরতে পেরে দারুণ খুশি শিক্ষার্থীরা। বাড়তি পরিশ্রম করে দীর্ঘদিনের লেখাপড়ার ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।

তবে অপেক্ষার প্রহর বেড়েছে প্রথম বর্ষের শিক্ষার্থীদের। যারা সবচেয়ে বেশি মুখিয়ে আছেন জীবনের প্রথম কলেজ ক্যাম্পসে পা রাখতে। চলতি মাসের ১৮ তারিখে তাদের প্রথম ক্লাস শুরু হবে।

মিলন/বুলাকী 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়