ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

চাঁপাইনবাবগঞ্জে অ্যান্টিজেন টেস্ট বন্ধ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১২, ১৩ সেপ্টেম্বর ২০২১  
চাঁপাইনবাবগঞ্জে অ্যান্টিজেন টেস্ট বন্ধ

চাঁপাইনবাবগঞ্জে করোনাভাইরাসের নমুনা পরীক্ষার জন্য কিট সংকট থাকায় গত ২৪ দিন ধরে র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট বন্ধ আছে। সর্বশেষ গত আগস্ট মাসের ১৯ তারিখে টেস্ট করা হয়। 

সোমবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে রাইজিংবিডিকে এসব তথ্য জানান জেলা সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী। এ পর্যন্ত জেলায় র‌্যাপিড অ্যান্টিজেনে ১৮ হাজার ৫৬ জনের করোনা টেস্ট করা হয়েছে, যার মধ্যে ১ হাজার ৫৯৪ জনের করোনা শনাক্ত হয়। 

ডা. জাহিদ নজরুল জানান, জেলায় বিনামূল্যে র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টে সাড়া পড়ে। প্রতিদিন ৪০০-৬০০ জন র‌্যাপিড অ্যান্টিজেনে পরীক্ষা করতো। অথচ গত মাসের ২০ তারিখ থেকে চলতি মাসের গত ১২ তারিখ পর্যন্ত অ্যান্টিজেন টেস্ট বন্ধ আছে। কিট সংকটের কথা স্বাস্থ্য অধিদপ্তরে জানানো হয়েছে। কিট পাঠালে জেলায় ফের পুরোদমে করোনা টেস্ট করানো হবে বলে জানান তিনি। 

তিনি আরও জানান, জেলায় এখন করোনা পরীক্ষার জন্য নমুনা কম সংগ্রহ হওয়ায় সপ্তাহে দুই দিন রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) আরটি-পিসিআর ল্যাবে নমুনা পাঠানো হয়। আজকে ওই ল্যাবে ১৪০ জনের নমুনা পাঠানো হয়েছে। যার কারণে গত দুই দিন ধরে জেলায় পরীক্ষার রিপোর্ট আসেনি। 

এ পর্যন্ত জেলায় ৫ হাজার ৮০৩ জন করোনা পাজেটিভ হয়েছেন। আর সুস্থ হয়েছেন ৫ হাজার ৫৪৮ জন। করোনায় মারা গেছে ১৫৫ জন।

শিয়াম/বকুল 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়