Risingbd Online Bangla News Portal

ঢাকা     বৃহস্পতিবার   ০২ ডিসেম্বর ২০২১ ||  অগ্রহায়ণ ১৮ ১৪২৮ ||  ২৫ রবিউস সানি ১৪৪৩

আশুলিয়ায় আগুনে পুড়লো ৪টি ঘর

সাভার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৯, ১৩ সেপ্টেম্বর ২০২১   আপডেট: ২২:২১, ১৩ সেপ্টেম্বর ২০২১
আশুলিয়ায় আগুনে পুড়লো ৪টি ঘর

ঢাকার আশুলিয়ায় একটি বসত বাড়িতে অগ্নিকাণ্ডে চারটি ঘর সম্পূর্ণ্ভাবে পুড়ে গেছে।  এতে পাচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।  

সোমবার (১৩ সেপ্টেম্বর) দুপুর আশুলিয়ার গোহাইলবাড়ি দক্ষিণপাড়া এলাকার ফজলুর রহমানের আধাপাকা টিনসেডের বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দুপুর সোয়া দুইটার দিকে টিন সেডের ওই বাড়ির একটি কক্ষে আগুন লাগে।  মুহুর্তের মধ্যেই আগুন বাড়িটির অন্য কক্ষগুলোতে ছড়িয়ে পড়ে।  এ সময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসকে খবর দেয়।

পরে খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌছায়। পরে তারা আধা ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।  

ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার সফিউল আলম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক গোলযোগের কারণে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটেছে।  আগুনের ঘটনায় প্রায় পাচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানান তিনি।

আরিফুল/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়