ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

উপ নির্বাচন: নাচোলে ৫ জনের মনোনয়ন বৈধ ঘোষণা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩০, ১৪ সেপ্টেম্বর ২০২১  
উপ নির্বাচন: নাচোলে ৫ জনের মনোনয়ন বৈধ ঘোষণা

চাঁপাইনাববগঞ্জের নাচোল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে উপ নির্বাচনে পাচজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন নির্বাচন কমিশন।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) রাতে নাচোল উপজেলা নির্বাচন ও সহকারি রিটার্নিং অফিসার আব্দুস সামাদ একথা জানান।

নির্বাচনে অংশ নিতে যাওয়া প্রার্থীরা হলেন উপজেলা শ্রমিক লীগের সহ-সভাপতি মোসাদ্দেক হসেন জুয়েল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আশরাফুল হক, পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন লিটন, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মশিউর রহমান বাবু ও আওয়ামী সমর্থিত প্রভাষক হারুন-অর-রশিদ।

রিটার্নিং অফিসার আব্দুস সামাদ জানান, মনোনয়ন দাখিলকারী পাচ জনই আওয়ামী লীগ সমর্থিত।  বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্তে নির্বাচন বর্জন করেছে।  ফলে বিএনপির কোনো প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেননি।

প্রসঙ্গত, মেয়রপদে প্রতিদ্বন্দ্বিতার জন্য তৎকালীন ভাইস চেয়ারম্যান রেজাউল করিম বাবু পদত্যাগ করেন।  তার পদত্যাগের কারণে নাচোল উপজেলা ভাইস চেয়ারম্যান পদটি শূণ্য হয়।

মেহেদী/মাসুদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়