ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

মৃত থেকে জীবিত হতে আবেদন করেছেন মোখলেছ

জামালপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪১, ১৫ সেপ্টেম্বর ২০২১   আপডেট: ০৯:৪৩, ১৫ সেপ্টেম্বর ২০২১
মৃত থেকে জীবিত হতে আবেদন করেছেন মোখলেছ

মো. মোখলেছ

জামালপুরের মাদারগঞ্জ পৌরসভার গাবের চর গ্রামের মো. মোখলেছ। পিতা মৃত মুনছুর প্রামাণিক। লোকটি বেঁচে থেকেও জাতীয় পরিচয়পত্রের নথিতে মারা গেছেন ৫ বছর আগে।

পরিচয়পত্রের জন্য  সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা, ব্যাংক ঋণ, করোনার টিকাসহ অন্যসব নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন তিনি। এখন নিজেকে জীবিত প্রমাণ করতে দপ্তরে দপ্তরে ধর্ণা দিচ্ছেন লোকটি। মোখলেছের জন্ম ২ মার্চ ১৯৮২ সালে।

বুধবার (১৫ সেপ্টেম্বর) সকালে বিষয়টি জানিয়েছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা জামান হোসেন চৌধুরী।

এই সমস্যার কারণ হিসেবে নির্বাচন কর্মকর্তা জানান, ২০১৭ সালে ভোটার তালিকা হালনাগাদে মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহের সময় এমন ভুল হতে পারে।

মোখলেছ বলেন,  ‘আমার কাছে যে ভোটার আইডি কার্ড আছে সেটা দিয়ে করোনার টিকা নিবন্ধনের চেষ্টা করি। বারবার চেষ্টা করেও আমার নাম-পরিচয় শনাক্ত হয় নাই। পরে নির্বাচন অফিসে গিয়ে জানতে পারি, ভোটার তালিকা থেকে আমার নাম কাটা যায় আমি নাকি ৫ বছর আগেই মারা গেছি। এখন মৃত থেকে আবার জীবিত হতে নির্বাচন অফিসে আবেদন করেছি।’

উপজেলা নির্বাচন কর্মকর্তা জানান, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। তাকে নতুন করে ভোটার তালিকায় অন্তর্ভুক্তির জন্য আবেদন পাঠানো হয়েছে। দ্রুতই এ সমস্যার সমাধান হবে।

সেলিম/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়