Risingbd Online Bangla News Portal

ঢাকা     বৃহস্পতিবার   ২৮ অক্টোবর ২০২১ ||  কার্তিক ১২ ১৪২৮ ||  ২০ রবিউল আউয়াল ১৪৪৩

Risingbd Online Bangla News Portal

ট্রাকের ধাক্কায় ২ পথচারী নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৯, ১৫ সেপ্টেম্বর ২০২১   আপডেট: ১০:৪২, ১৫ সেপ্টেম্বর ২০২১
ট্রাকের ধাক্কায় ২ পথচারী নিহত

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাকের ধাক্কায় দুই পথচারী নিহত হয়েছেন।

বুধবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উল্লাপাড়া উপজেলার শ্রীখোলা মোড় এলাকার পাবনা-নগরবাড়ি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহজাহান আলী দুই জন নিহতের খবর নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন— উল্লাপাড়া উপজেলার শ্রীখোলা গ্রামের সাইফুল ইসলামের ছেলে রুবেল (২৫) ও একই গ্রামের ভ্যানচালক ফরজ আলী (৪৫)।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি জানান, সকালে ওই দুই ব্যক্তি রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। এসময় পাবনাগামী একটি ট্রাক তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলে দুজন নিহত হন। এঘটনায় আরও  তিনজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে লাশ দুটি উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

অদিত্য/বুলাকী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়