ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

বিরল প্রজাতির তক্ষকসহ গ্রেপ্তার ৪

গাইবান্ধা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৩, ১৬ সেপ্টেম্বর ২০২১   আপডেট: ১৩:১৭, ১৬ সেপ্টেম্বর ২০২১
বিরল প্রজাতির তক্ষকসহ গ্রেপ্তার ৪

গাইবান্ধার পলাশবাড়িতে বিলুপ্তপ্রায় বিরল প্রজাতির ৬ তক্ষকসহ (টক্কর সাপ) ৪ প্রতারককে গ্রেপ্তার করেছে গাইবান্ধা  ১৩ র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকালে র‌্যাব ১৩ ক্যাম্প কমান্ডার মো. আব্দুর রাজ্জাক খান বিষয়টি জানিয়েছেন।

গ্রেপ্তাররা হলেন—  শাহজাহান (৪০),ওসমানগণি (৪০),জাকির হোসেন (২৬),সাহাবুল।

কমান্ডার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গভীর রাতে গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার বিশ্রামগাছী গ্রাম হতে প্রকৃতি হতে বিলুপ্ত প্রায় বিরল প্রজাতির ৬টি তক্ষকে জব্দ করা হয়। ৬টি তক্ষকের (টক্কর সাপ) আনুমানিক বাজার মূল্য প্রায় ১ কোটি ২০ লাখ টাকা। এগুলো বাংলাদেশ থেকে ভারত হয়ে অন্যত্র পাচারের উদ্দেশে এখানে আনা হয়। এব্যাপারে পলাশবাড়ি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

দয়াল/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়