ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

বরিশালে করোনা শনাক্তের সর্বনিম্ন হার ৩.৫৮

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৫, ১৭ সেপ্টেম্বর ২০২১   আপডেট: ০৯:০৯, ১৭ সেপ্টেম্বর ২০২১
বরিশালে করোনা শনাক্তের সর্বনিম্ন হার ৩.৫৮

বরিশালে করোনা শনাক্তের হার ৩.৫৮ ভাগ। বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজে আরটি পিসিআর ল্যাব থেকে বৃহস্পতিবার রাতে প্রকাশিত রিপোর্টে এ তথ্য জানা গেছে।

এই ল্যাবে গেলো বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) মোট ১৯৫টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে মাত্র ৭ জনের করোনা শনাক্ত হয়।

শের-ই বাংলা মেডিক্যাল কলেজে ২০২০ সালের ৮ এপ্রিল এই ল্যাবটি প্রতিষ্ঠার পর এই প্রথমবারের মতো শনাক্তের হার সর্বনিম্ন ৩.৫৮ ভাগ পাওয়া গেছে। এর আগে গত সোমবার (১৩ সেপ্টেম্বর) করোনা শনাক্তের হার ছিলো সর্বনিম্ন ৩.৭২ ভাগ।

মাইক্রোবায়োলজি বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক ডা. একেএম আকবার কবির বলেন, চলতি মাসের শুরু থেকেই করোনা শনাক্তের হার কমছে।  এর আগে বুধবার শনাক্তের হার ছিলো ৭. ৬৯ ভাগ, মঙ্গলবার ৮.৯৫ ভাগ, সোমবার ছিলো ৩.৭২ ভাগ, রোববার ৫ ভাগ, শনিবার ১৫.৬০ ভাগ ও শুক্রবার ৯.৫৮ ভাগ।

এদিকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় (বুধবার রাত ৮টা থেকে বৃহস্পতিবার রাত ৮টা পর্যন্ত) ১ জন রোগীর মৃত্যু হয়েছে। এ সময়ে করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন গত সাড়ে ৩ মাসের মধ্যে সর্বনিম্ন ৪০ জন রোগী।

হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. এস এম মনিরুজ্জামান জানান, বিগত ২৪ ঘণ্টায় চিকিৎসায় সুস্থ হয়ে করোনা ওয়ার্ড ত্যাগ করেছেন ৭ জন। একই সময়ে নানা উপসর্গ নিয়ে ১০ জন রোগী করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন। এ সময়ে করোনা ওয়ার্ডে মৃত ব্যাক্তি উপসর্গ নিয়ে ভর্তি হয়ে ছিলেন।

বরিশাল/স্বপন/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়