ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সাতক্ষীরায় শুরু ‘গুড় পুকুর’ মেলা

সাতক্ষীরা প্রতনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৬, ১৭ সেপ্টেম্বর ২০২১   আপডেট: ১৭:০৭, ১৭ সেপ্টেম্বর ২০২১
সাতক্ষীরায় শুরু ‘গুড় পুকুর’ মেলা

সাতক্ষীরায় শুরু হলো প্রাচীন লোকজ সংস্কৃতি ‘গুড় পুকুর’-এর মেলা। ৩০০ বছর আগে শুরু হওয়া এই মেলা বসে সাতক্ষীরা শহররে পলাশপোলে এলাকার গুড় পুকুর পাড়ের প্রাচীন বটবৃক্ষরে নিচে।

শুক্রবার (১৭ সপ্টেম্বের) দুপুর ১২ টার দিকে সাতক্ষীরা জেলা প্রশাসক মো. হুমায়ুন কবরি এ মেলার উদ্বোধন করেন। তবে করোনা পরস্থিতিরি কারণে এবারও বন্ধ থাকছে মেলার  জৌলুশভরা আয়োজন।

হিন্দু সম্প্রদায়ের মনসা ও বিশ্বকর্মা্ পূজা উপলক্ষে আয়োজন করা হয় এ মেলার। গুড় পুকুর পাড়ে মেলার আয়োজন করা হয় বলে এ মেলা গুড় পুকুরের মেলা নামে পরিচিত।

শাহীন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়