ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

চাঁদপুরে একসঙ্গে ধরা পড়লো ১১ বোয়াল 

চাঁদপুর প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৮, ১৮ সেপ্টেম্বর ২০২১  
চাঁদপুরে একসঙ্গে ধরা পড়লো ১১ বোয়াল 

চাঁদপুরে মেঘনা নদীতে চাপ জালে একসঙ্গে ধরা পড়লো ছোট-বড় আকারের ১১টি বোয়াল মাছ। শনিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে মাছগুলো চাঁদপুর বড়স্টেশন মাছঘাটে বিক্রির জন্য নিয়ে আসেন জেলেরা। হাজী আব্দুল ওহাব মালের মৎস্য আড়ত মাছগুলো কিনে নেয়। 

মাছঘাটের পাইকার ক্রেতা রফিক মিয়া জানান, তাজা বোয়াল মাছগুলোর ওজন হয় ২৭ কেজি। সেগুলো ৬২৫ টাকা কেজি দরে ১৬ হাজার টাকায় বিক্রি করেন জেলেরা। 

নৌকার জেলে পুরানবাজার মধ্য শ্রিরামদীর শুক্কুর আলী বলেন, ‘প্রতিদিনের ন্যায় আমাদের নৌকার জেলেরা আজও চাপ জাল ফেলে নদীতে মাছ ধরছিলাম। মেঘনার ইব্রাহীমপুরের নরহদ্দি চর এলাকায় একসঙ্গে ১১টি বোয়াল মাছ ধরা পড়ে। মাছগুলো দ্রুত মাছঘাটে বিক্রি করতে পেরে আনন্দ লাগছে।’

চাঁদপুর সদর উপজেলা মৎস্য কর্মকর্তা সুদীপ ভট্টাচার্য জানান, মেঘনা নদীতে ইলিশ সংরক্ষণ কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন হওয়ায় রাক্ষুসে জাতীয় মাছের উৎপাদন বাড়ছে। সেজন্য জেলেরা নদীতে প্রচুর বোয়াল মাছ ধরতে পারছে। আরও বেশি বোয়াল মাছ পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি।
 

জয়/বকুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়