Risingbd Online Bangla News Portal

ঢাকা     বুধবার   ২৭ অক্টোবর ২০২১ ||  কার্তিক ১১ ১৪২৮ ||  ১৯ রবিউল আউয়াল ১৪৪৩

Risingbd Online Bangla News Portal

লেখক আবুল কালামের স্মরণসভা

নরসিংদী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫৭, ১৮ সেপ্টেম্বর ২০২১   আপডেট: ২০:৫৯, ১৮ সেপ্টেম্বর ২০২১
লেখক আবুল কালামের স্মরণসভা

নরসিংদীর প্রয়াত শেকড় সন্ধানী লেখক, গবেষক ও ইতিহাসবিদ সরকার আবুল কালামের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে নরসিংদী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করেন স্থানীয় সুধী সমাজের প্রতিনিধিরা।

অনুষ্ঠানে বক্তারা আবুল কালামের সৃষ্টিকর্ম নিয়ে আলোচনা করেন বক্তারা।

১৯৪৪ সালে নরসিংদীতে জন্ম গ্রহণ করেন সরকার আবুল কা্লাম। গত ৩০ আগস্ট সন্ধ্যায় বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে তিনি মারা যান।  তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা ৩৮টি।

অনুষ্ঠানে সরকার আবুল কালামের পারিবারের সদস্যদের পাশাপাশি অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর গোলাম মোস্তফা মিয়া, প্রফেসর মোহাম্মদ আলী, নরসিংদী সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর কালাম মাহমুদ, জেলা কালচারাল অফিসার শাহেলা খাতুন, নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মাখন দাসসহ প্রমুখ।

এছাড়াও উদিচী শিল্পীগোষ্ঠী, কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের ভক্তদের সংগঠন হিমু পরিবহণ, মুক্তধারা নাট্য সম্প্রদায় নরসিংদীসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মাহমুদ/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়