Risingbd Online Bangla News Portal

ঢাকা     মঙ্গলবার   ১৯ অক্টোবর ২০২১ ||  কার্তিক ৩ ১৪২৮ ||  ১১ রবিউল আউয়াল ১৪৪৩

নির্বাচনী অতিথি পাখিদের লালকার্ড দেখাতে হবে: তথ্যমন্ত্রী

গাইবান্ধা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৩, ১৯ সেপ্টেম্বর ২০২১   আপডেট: ১৬:৪৬, ১৯ সেপ্টেম্বর ২০২১
নির্বাচনী অতিথি পাখিদের লালকার্ড দেখাতে হবে: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেছেন, ‘যারা দুঃসময়ে আওয়ামী লীগের পাশে ছিলো, নেত্রীর পাশে ছিলেন তারাই আওয়ামী লীগে থাকবে। নির্বাচনের আর বেশি দিন বাকি নাই। শীতের অতিথি পাখির যেমন আসে, আগামী নির্বাচনের সময়ও তেমনি অতিথি পাখির মতো অনেকে ভোট চাইতে আসবেন। তাদের চিহ্নিত করে লালকার্ড দেখিয়ে দিতে হবে। ’

রোববার (১৯ সেপ্টেম্বর) গাইবান্ধার সার্কিট হাউস চত্ত্বরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা বলেন।

হাসান মাহমুদ বলেন, ‘নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে নেত্রীকে আবারো দেশ চালানোর সুযোগ দিতে হবে। দেশে তো অনেক পরিবর্তন হয়েছে। আজকের ভিডিও ও আগের ভিডিও মিলিয়ে দেখবেন সেই চেহারা গুলো আনেক পরিবর্তন হয়েছে।’

মন্ত্রী বলেন, ‘১৩ বছর আগে এতো সুন্দর ছিলোনা ,তখন ছেড়া কাপড় পরা মানুষ দেখা যেতো, খালি পায়ে মানুষ দেখা যেতো কিন্তু এখন তার অনেক পরিবর্তন এসেছে। দেশে আর কুড়ে ঘর খুঁজে পাওয়া যায় না। এটা শুধু শেখ হাসিনার জাদুকরী কারনে পরিবর্তন হয়েছে।  সুতরাং এই দেশে অগ্রগতি অব্যাহত রাখতে আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে।’

পরে মন্ত্রী গাইবান্ধা জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগ দেন।  জেলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ শামসুল আলম হিরুর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক  শওকত হোসেন শফিক, হুইপ মাহবুব আরা বেগম গিনি, সংসদ সদস্য উম্মে কুলসুম স্মৃতি, মাহমুদুল হাসান রিপনসহ প্রমুখ।

দয়াল/মাসুদ

সর্বশেষ