ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

চাঁদপুরের নারায়ণ ঘোষের সন্দেহভাজন ঘাতককে ধরতে অভিযান

চাঁদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২১, ২০ সেপ্টেম্বর ২০২১  
চাঁদপুরের নারায়ণ ঘোষের সন্দেহভাজন ঘাতককে ধরতে অভিযান

নিহত দধি ব্যবসায়ী নারায়ণ ঘোষ

চাঁদপুরের বিপুনীবাগের দধি ব্যবসায়ী নারায়ণ ঘোষের সন্দেহভাজন ঘাতক রাজু শীল ঢাকা-কুমিল্লার মাঝামাঝি অঞ্চলে রয়েছে। তার লোকেশন ট্রেস করে ঢাকা থেকে সিআইডির বিশেষ টিমের অভিযান চলছে।

রোববার (১৯ সেপ্টেম্বর) রাতে এ তথ্য জানিয়েছেন চাঁদপুরের সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার জালাল উদ্দিন আহমেদ।

তিনি বলেন, নারায়ণ ঘোষের সন্দেহভাজন ঘাতক রাজু সিআইডির নজরেই রয়েছে। আমাদের সিআইডি'র ঢাকা টিম আমাদের কাছে যদি রাতে রাজুকে হস্তান্তর করে। তাহলে কাল (সোমবার) দুপুর ১১ টা বা ১২টার মধ্যেই আমরা প্রেস ব্রিফিং করে নারায়ণ হত্যাকান্ডে রাজু শীলই কি প্রকৃত ঘাতক কিনা? তা নিশ্চিত করবো। সেই সাথে কি কারণে এবং কিভাবে নারায়ণ ঘোষকে হত্যা করা হয়েছে তা আমরা সবাইকে জানাবো। তবে প্রাথমিকভাবে রাজু শীলকে ঘাতক ধরেই আমরা এই অভিযান পরিচালনা করছি।

প্রসঙ্গত, গত ১৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার চাঁদপুর শহরের বিপুনীবাগে দধি ব্যবসায়ী নারায়ণ ঘোষের গলা কাটা বস্তাবন্ধী লাশ উদ্ধার করে পুলিশ। নিহত নারায়ণ ঘোষ শহরের ঘোষ পাড়ার মৃত যুগলকৃষ্ণা ঘোষের ছেলে। দাম্পত্য জীবনে নারায়ণ ঘোষের ২ ছেলে ও ১ কন্যা সন্তান রয়েছে।

জয়/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়