ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

মহেশখালীর ভোটকেন্দ্রে গুলিবিদ্ধ হয়ে নিহত ১

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৬, ২০ সেপ্টেম্বর ২০২১   আপডেট: ১২:১০, ২০ সেপ্টেম্বর ২০২১
মহেশখালীর ভোটকেন্দ্রে গুলিবিদ্ধ হয়ে নিহত ১

কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম দাখিল মাদ্রাসা ভোটকেন্দ্রে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের গোলাগুলিতে আবুল কালাম (৪০) নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন।

সোমবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় বিষয়টি নিশ্চিত করেছেন মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাই।

আবুল কালাম ওই উপজেলার কুতুবজোম ইউনিয়নের পশ্চিমপাড়ার ছোট মিয়ার ছেলে।

এলাকাবাসীর বরাত দিয়ে ওসি জানান, মহেশখালীর কুতুবজোম ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত নৌকার প্রার্থী শেখ কামাল এবং তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী চশমা প্রতীকের প্রার্থী মোশাররফ হোসেন খোকনের সমর্থকদের মধ্যে ভোট জালিয়তি নিয়ে বাকবিতণ্ডা হয়। পরে উভয়পক্ষে ব্যাপক গুলি বিনিময় শুরু হয়। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই আবুল কালাম (৪০)  নিহত হন। গুলিবিদ্ধ আরও ৪ জনকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

তারেকুর/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়