ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

পাঁচ মিনিটে বৃদ্ধাকে দুইবার টিকা

সুনামগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৭, ২০ সেপ্টেম্বর ২০২১  
পাঁচ মিনিটে বৃদ্ধাকে দুইবার টিকা

সুনামগঞ্জের তাহিরপুরে ৫ মিনিটের ব্যবধানে ৭০ বছর বয়সী খুদেজা খাতুনকে দুই ডোজ করোনার টিকা দেওয়ার অভিযোগ উঠেছে।

সোমবার (২০ সেপ্টেম্বর) দুপুরে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের নীচতলার ঠিকাদান কেন্দ্রে খুদেজা খাতুনকে দুইবার সিনোফার্মের টিকা দেওয়া হয়।

স্থানীয় ও ভ্যাকসিন নেওয়া খুদেজা খাতুন জানান, সোমবার সকাল ১১টার দিকে করোনার টিকা নিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন তিনি। স্বামী খেলু মিয়ার সঙ্গে লাইনে দাড়িয়ে টিকা নেওয়ার জন্য দুপুরে ঠিকাদান কেন্দ্রে যান। এ সময় এক ডোজ টিকা নেওয়ার পর শরীর দুর্বল লাগছিল তার। পরে তিনি পাশেই একটি চেয়ারে বসে বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় ঠিকাদান কেন্দ্রের দায়িত্বরত সেবিকা মরিয়ম বেগম আরেকটি টিকা খুদেজা খাতুনের শরীরে পুশ করেন। পরে তিনি বিষয়টি স্বামী খেলু মিয়াকে জানান। এ সময় সেবিকা মরিয়ম বেগম এসে বৃদ্ধা এবং তার স্বামীকে বাড়িতে চলে যেতে বলেন।  

তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচএফপিও সৈয়দ আবু আহাম্মদ শাফি বলেন, করোনার টিকা একই ব্যক্তিকে একদিনে দুইবার দেয়ার অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।

সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. শামস উদ্দিন একই দিনে দুইবার টিকা দেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন।

আল আমিন/মাসুদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়