ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বশেমুরবিপ্রবির শিক্ষকের বিরুদ্ধে ‘অপপ্রচারের’ প্রতিবাদে মানববন্ধন

গোপালগঞ্জ প্রতি‌নি‌ধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২০, ২০ সেপ্টেম্বর ২০২১  
বশেমুরবিপ্রবির শিক্ষকের বিরুদ্ধে ‘অপপ্রচারের’ প্রতিবাদে মানববন্ধন

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শাহজাহানের বিরুদ্ধে যৌন হয়রা‌নির অভিযোগ মিথ্যা ও ষড়যন্ত্রমূলক অপপ্রচার আখ্যা দিয়ে এর প্রতিবাদে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

সোমবার (২০ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাস‌নিক ভবনের সামনে হাতে হাত ধরে ঘণ্টাব্যাপি মানববন্ধন করেন তারা। এ সময় তারা বলেন, বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. শাহজাহানকে সামাজিক ও পারিবারিকভাবে হেয় করার জন্য ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা অভিযোগে অভিযুক্ত করার চেষ্টা করা হয়েছে। শিক্ষার্থীরা এর তীব্র প্রতিবাদ ও ঘটনার সুষ্ঠু তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

গত শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলন করেন ড. মো. শাহজাহান। সংবাদ সম্মেলনে তি‌নি বলেন, ‘আমার বিরুদ্ধে আনীত অভিযোগ ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত। বিশ্ববিদ্যালয়ের সাবেক একজন উপাচার্যের বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতির বিরোধিতা করে আমি বিশ্ববিদ্যালয়কে কলংকমুক্ত করতে অবদান রেখেছি এবং বর্তমান উপাচার্যকে প্রশাসনিক কাজে সহযোগিতা করে বিশ্ববিদ্যালয়কে সামনে এগিয়ে নিতে অবদান রাখছি। কিন্তু বর্তমানে সেই সাবেক উপাচার্যের কিছু সুবিধাবাদী চক্র আমার ভারপ্রাপ্ত (রুটিন দায়িত্ব) ভাইস-চ্যান্সেলরের দায়িত্ব পালনের সময় অবৈধ সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়েছে এবং এখনও হচ্ছে। আর এর জেরে ঈর্ষান্বিত হয়ে আমার বিরুদ্ধে এক গৃহকর্মীকে দিয়ে যৌন হয়রানির মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ উত্থাপন করে এবং বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে।’

গত বুধবার (১৫ সেপ্টেম্বর) বশেমুরবিপ্রবির উপাচার্য ড. এ কিউ এম মাহবুব বরাবর যৌন হয়রানি এবং শ্লীলতাহানির লিখিত অভিযোগ দেন ড. মো. শাহজাহানের সাবেক গৃহকর্মী। ওই গৃহকর্মী দাবি করেন, প্রফেসর ড. মো. শাহজাহান একাধিকবার তাকে যৌন হয়রানি ও শ্লীলতাহানি করেন। তবে অভিযোগকারী গৃহকর্মী বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট কেউ না হওয়ায় উপাচার্য অভিযোগ গ্রহণ করেননি।

এদিকে, ইতিহাস বিভাগের অনুমোদনের দাবিতে সোমবার (২০ সেপ্টেম্বর) সকাল থেকে প্রশাসনিক ভবনের ২য় তলায় অবস্থান কর্মসূচি পালন করেছে ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা।

বাদল/বকুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়