ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

অটোরিকশার ব্যাটারি বিস্ফোরণে নিঃস্ব ১০ পরিবার

নীলফামারী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৯, ২১ সেপ্টেম্বর ২০২১   আপডেট: ১৬:৪৮, ২১ সেপ্টেম্বর ২০২১
অটোরিকশার ব্যাটারি বিস্ফোরণে নিঃস্ব ১০ পরিবার

আগুনে পুড়ে যাওয়া ঘর

নীলফামারীর ডোমার উপজেলায় অটোরিকশার ব্যাটারি বিস্ফোরণে থেকে লাগা আগুনে ১০টি পরিবারের ১৫টি ঘর সম্পূর্ণভাবে পুড়ে গেছে। এতে নিঃস্ব হয়ে খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যরা।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে উপজেলার হরিণচড়া ইউনিয়নের পশ্চিম হরিণচড়া জামাতপাড়া গ্রামে দুর্ঘটনাটি ঘটে।

হরিণচড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজিজুল ইসলাম জানান, সামিউল ইসলাম নামে এক ব্যক্তি নিজ বাড়িতে ব্যাটারিচালিত অটোরিকশা চার্জ দিচ্ছিলেন।  মঙ্গলবার ভোরে হঠাৎ চার্জে দেওয়া ব্যাটারি বিস্ফোরিত হয়। মুহূর্তের মধ্যে আগুন সামিউলের বাড়িসহ প্রতিবেশীদের বাড়িতে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ১০টি পরিবারের ১৫টি ঘরের সবকিছু পুড়ে গেছে।  

ডোমার ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্স কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সাইয়েদ মো. ইমরান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, আগুনে ৪ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।

আগুনের খবর পেয়ে স্থানীয় বন্ধু ফাউন্ডেশন নামে একটি সামাজিক সংগঠন ক্ষতিগ্রস্তদের মধ্যে শাড়ি, লুঙ্গি ও শুকনো খাবার বিতরণ করেছে।

ইয়াছিন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়