ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

‘‘মফস্বল সাংবাদিক’ সম্বোধন করা যাবে না’’ 

লালমনিরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩১, ২১ সেপ্টেম্বর ২০২১  
‘‘মফস্বল সাংবাদিক’ সম্বোধন করা যাবে না’’ 

‘‘কাউকে মফস্বল সাংবাদিক বলা যাবে না। প্রয়োজনে মফস্বল ডেস্ক তুলে দিয়ে মূলস্রোতে যুক্ত করতে হবে। ‘মফস্বল সাংবাদিক’ সম্বোধন করা যাবে না।’’

মঙ্গলবার (২০ সেপ্টেমব) লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ‘লালমনিরহাট অনলাইন নিউজ’ নামে নিউজপোর্টালের প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা ও রংপুরে দায়িত্বরত সাংবাদিকদের মিলন মেলা বসে। সেখানে বক্তব্য দিতে গিয়ে রংপুরের সিনিয়র সাংবাদিক এ কে এম মইনুল হক এ সব কথা বলেন।

সাংবাদিক এ কে এম মইনুল হক বলেন, ‘দেশ আমার মা। সেই দেশে সাংবাদিকতা করতে এসেছি, মানে দায়িত্ব নিতেই এসেছি। ৫৭ ধারার মতো কালা কানুন বাতিল করতে হবে। আবার সাংবাদিক পরিচয় দেওয়ার আগে নিজেদের দায়িত্বশীল করতে হবে। দেশ-জাতি গঠনে সাংবাদিকতা নিবেদন করতে হবে।’ 

এই সিনিয়র সাংবাদিক আরও বলেন, ‘নিউজপোর্টঅলের নিবন্ধন আছে, কি নেই- সেটা প্রশ্ন নয়, যারা পেশাগত দায়িত্ব পালনে কমিটমেন্ট রক্ষা করছেন তাদের নিবন্ধন দিতে হবে। আর যারা সংবাদপত্র, সাংবাদিকতাকে বিপথে নিয়ে যাচ্ছেন, সেই সব পত্রিকা বা অনলাইন বন্ধ করে দিতে হবে। তথ্য মন্ত্রণালয় ও সরকারের প্রতি এটা আমাদের দাবি।’

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মান্নান সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘মানুষকে ভুল তথ্য দিয়ে বিপদে ফেলবেন না। সঠিক তথ্য তুলে ধরুন।’  

অনুষ্ঠানে জেলার সিনিয়র সাংবাদিক এবং সাংবাদিক নেতারা বক্তব্য রাখেন।

‘লালমনিরহাট অনলাইন নিউজের’ পক্ষ থেকে সাংবাদিকতায় অবদান রাখার জন্য কয়েকজন  সাংবাদিককে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।
 

ফারুক/বকুল 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়