ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে প্রকাশ‌্যে ঘুরে বেড়াচ্ছেন ইউপি চেয়ারম্যান

কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৭, ২২ সেপ্টেম্বর ২০২১   আপডেট: ০৯:২১, ২২ সেপ্টেম্বর ২০২১
গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে প্রকাশ‌্যে ঘুরে বেড়াচ্ছেন ইউপি চেয়ারম্যান

মনোহরগঞ্জের ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান ওরফে শাহীন জিয়া।

দ্বিতীয় স্ত্রীকে নির্যাতন ও যৌতুকের মামলায় কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ঝলম দক্ষিণ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জিয়াউর রহমান ওরফে শাহীন জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।

কুমিল্লা নারী ও শিশু আদালতের বিচারক গত ৮ সেপ্টেম্বর ওই গ্রেপ্তারি পরোয়না জারি করেন। চেয়ারম্যান শাহীন জিয়ার দ্বিতীয় স্ত্রী আফরোজা কুসুম মনোহরগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যানের পদে রয়েছেন। 

আফরোজা কুসুমের দাবি, আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানাটি মনোহরগঞ্জ থানায় গেলেও পুলিশ রহস্যজনক কারণে শাহীন জিয়াকে গ্রেপ্তার করছে না। উল্টো চেয়ারম্যান জিয়া প্রকাশ্যে ঘুরে বেড়োচ্ছেন। এছাড়া জিয়া বিভিন্নভাবে তাকে হুমকি দিচ্ছেন মামলা তুলে নেওয়ার জন্য। ইউপি চেয়ারম্যান শাহীন জিয়া উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়কের পদে রয়েছেন। আর আফেরোজা কুসুম জেলা আওয়ামী মহিলা লীগের সহ-সভাপতি এবং উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদকের পদে রয়েছেন।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) দুপুরে আফরোজা কুসুম বলেন, ‘শাহীন জিয়া আমাকে বিয়ের পর থেকে প্রায়ই যৌতুকের জন্য নির্যাতন ও মারধর করেছে। আমি লজ্জা ও মানসম্মানের ভয়ে এসব কথা প্রকাশ না করে সবকিছু সমাধানের চেষ্টা করেছি। আমি তার কাছে সামাজিক স্বীকৃতি চেয়েছি, কিন্তু সে আমাকে স্বীকৃতি দিতেও টালবাহানা করে। স্বীকৃতি চাওয়ায় সে আমার কাছে ১০ লাখ টাকা যৌতুক দাবি করে এবং প্রায়ই আমাকে নির্যাতন করে। এসব ঘটনায় গত বছর তার বিরুদ্ধ কুমিল্লার নারী ও শিশু আদালতে মামলা দায়ের করেছি। মামলা করায় জিয়া আমাকে হত্যার চেষ্টাও চালায়, হত্যা চেষ্টার ঘটনায় আমি থানায় তার বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছি।’ 

আফরোজা কুসুম আরও বলেন, ‘আইনি প্রক্রিয়ায় ওই মামলায় আদালত তার বিরুদ্ধে গত ৮ সেপ্টেম্বর ওয়ারেন্ট জারি করেছে। আমি নিজেই বিষয়টি থানার ওসি সাহেবকে জানিয়েছি। কিন্তু পুলিশ তাকে গ্রেপ্তার করছে না। উল্টো সে আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। এছাড়া বিভিন্নভাবে আমাকে হুমকি দিচ্ছে মামলা তুলে নেওয়ার জন্য। আমি তার ভয়ে এখন আতঙ্কে দিন কাটাচ্ছি। তাকে দ্রুত গ্রেপ্তারের জন্য প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি।’

এদিকে, এসব অভিযোগ প্রসঙ্গে জানতে অভিযুক্ত জিয়াউর রহমান ওরফে শাহীন জিয়ার মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। এক পর্যায়ে তাকে অভিযোগের বিষয়ে কথা বলার অনুরোধ জানিয়ে তার মুঠোফোনে ক্ষুদে বার্তা পাঠালেও তিনি সাড়া দেননি।

এ প্রসঙ্গে জানতে চাইলে মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মাহাবুল কবির বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। আমাদের কাছে গ্রেপ্তারি পরোয়ানার কপি এখনও আসেনি। গ্রেপ্তারি পরোয়ানার কপি থানায় পৌঁছলে আদালতের নির্দেশনা অনুযায়ী দ্রুত সময়ের মধ্যে তাকে গ্রেপ্তার করা হবে।’

আবদুর রহমান/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়