ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

প্রিজাইডিং কর্মকর্তার বিরুদ্ধে ফল ঘুরিয়ে দেওয়ার অভিযোগ

বাগেরহাট প্রতিনিধি, || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৭, ২২ সেপ্টেম্বর ২০২১  
প্রিজাইডিং কর্মকর্তার বিরুদ্ধে ফল ঘুরিয়ে দেওয়ার অভিযোগ

বাগেরহাটের মোংলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চিলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পরাজিত প্রার্থী আব্দুল মালেক ফরাজী  প্রিজাইডিং কর্মকর্তার বিরুদ্ধে ভোটের ফলাফল ঘুরিয়ে অন্য প্রার্থীকে জয়ী করা হয়েছে বলে অভিযোগ করেছেন।

বুধবার (২২ সেপ্টেম্বর) দুপুরে মোংলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তিনি এ অভিযোগ করেন।

আব্দুল মালেক ফরাজী বলেন, সম্প্রতি অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি চিলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড্ থেকে প্রতিদ্বন্দ্বিতা করি।  নির্বাচনে আমার প্রতীক ছিল ফুটবল।  আমি ৫৭৬ ভোট পাই।  অপর প্রার্থী ফজলুর রহমান মল্লিক পান ২৭৮ ভোট।’

তিনি বলেন, ‘কিন্তু আমার এজেন্ট মোশারেফ হাওলাদারকে আটকে রেখে সংশ্লিষ্ট কেন্দ্র ন্যাজারিন মিশনের প্রিজাইডিং অফিসার বিশ্বজিৎ বাড়ই প্রাপ্ত ভোটের ফলাফল ঘুরিয়ে দেন। তিনি মোরগ প্রতীকের ফজলুর রহমান মল্লিককে রেজাল্টশিটে কাটাকাটি করে জয়ী ঘোষণা করেন। ’
এ ঘটনায় তার এজেন্ট প্রতিবাদ করলে কোনো কথা না শুনে দ্রুত সংশ্লিষ্টরা ওই কেন্দ্র ত্যাগ করেন বলেও অভিযোগ করেন আব্দুল মালেক ফরাজী।

আব্দুল মালেক ফরাজীর দাবি ইউএনও কমলেশ মজুমদারকে আবার ভোট গণনার কথা বললে ইউএনও ভোট গণনার আশ্বাস দেন। কিন্তু সেই ভোট গণনা আর হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্বপালনকারী বিশ্বজিৎ বাড়ই বলেন, ‘ভোট সুষ্ঠু হয়েছে, কোথাও কোন ধরণের অনিয়ম করা হয়নি।’

মোংলা উপজেলার নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার বলেন, ‘যেখানে রেজাল্টশিটে প্রিজাইডিং কর্মকর্তার স্বাক্ষর রয়েছে আর কিছু করার নেই। তারপরও প্রার্থী মালেক ফরাজীকে প্রয়োজনে নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করার জন্য পরামর্শ দিয়েছি।’

টুটুল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়