ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

পদ্মায় ধরা পড়লো ১০ কেজির রুই ও ১১ কেজির পাঙ্গাশ

রাজবাড়ী সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৭, ২২ সেপ্টেম্বর ২০২১  
পদ্মায় ধরা পড়লো ১০ কেজির রুই ও ১১ কেজির পাঙ্গাশ

রাজবাড়ীর দৌলতদিয়ার অদূরে পদ্মা-মেঘনা নদীর মোহনায় ১০ কেজি ওজনের একটি রুই মাছ এবং ১১ কেজি ওজনের একটি পাঙ্গাশ মাছ ধরা পড়েছে।

বুধবার (২২ সেপ্টেম্বর) দুপুরের দিকে কালীপদ হালদারের জালে মাছ দুটি ধরা পড়ে। পরে দৌলতদিয়া ঘাটের মাছ ব্যবসায়ী মো. চান্দু শেখ মাছ দুটি বেশিদামে বিক্রির আশায় কিনে নেন। তিনি রুই মাছটি ২১০০ এবং পাঙ্গাশটি ১৪০০ কেজি দরে কেনেন।

সন্ধ্যার দিকে চান্দু মোল্লার কাছ থেকে রুই মাছটি ২২০০ টাকা কেজি দরে এবং পাঙ্গাশ মাছটি ১৫০০ টাকা কেজি দরে ঢাকার এক শিল্পপতি কিনে নেন।

মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা বলেন, পদ্মার মাছ এমনিতেই সুস্বাধু, তারপর যদি হয় বড় আকারের, তাহলে কথাই নেই। সব সময় পদ্মার মাছের চাহিদা থাকে। বড় বড় ব্যবসায়ী, শিল্পপতিরা বলে রাখেন ভালো মাছ পেলে তাদের দিতে। কিন্তু সব সময় বড় মাছ পাওয়া যায় না।

সুকান্ত/বকুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়