Risingbd Online Bangla News Portal

ঢাকা     বুধবার   ২৭ অক্টোবর ২০২১ ||  কার্তিক ১১ ১৪২৮ ||  ১৯ রবিউল আউয়াল ১৪৪৩

Risingbd Online Bangla News Portal

ফরিদপুরে পদ্মার তীর সংরক্ষণ বাঁধে ধস

ফরিদপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৪, ২৩ সেপ্টেম্বর ২০২১  
ফরিদপুরে পদ্মার তীর সংরক্ষণ বাঁধে ধস

ফরিদপুর সদর উপজেলার ডিক্রিরচর ইউনিয়নের পদ্মা নদীতীর সংরক্ষণ বাঁধের কয়েকটি স্থানে প্রায় ১শ মিটার অংশের সিসি ব্লক ধসে গেছে। গত তিনদিনে বিভিন্ন সময় ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়েছে তীর সংরক্ষণ বাঁধ। এতে নদী পাড়ের বাসিন্দারা আতঙ্কের মধ্যে রয়েছেন।

স্থানীয়রা জানান, প্রতি বছরই বাড়ি ঘর ও ফসলি জমি নদী গর্ভে বিলিন হয়ে যায়। আমরা চাই উর্ধ্বতন কর্তৃপক্ষের সঠিক পদক্ষেপের মাধ্যমে এই নদী ভাঙন প্রতিরোধ করা হোক। 

ডিক্রিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসান মিন্টু জানান, ‘নদীতে স্রোত বেশি থাকায় আমার ইউনিয়নের বিভিন্ন অংশে ভাঙন শুরু হয়েছে। বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানালে ভাঙন রোধে কাজ শুরু হয়েছে।

এ বিষয়ে ফরিদপুর পানি উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী পার্থ প্রতিম সাহা জানান, ভাঙন রোধে জরুরিভাবে জিওব্যাগ ডাম্পিং অব্যাহত রয়েছে। ভাঙনের গভীরতা পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়া হবে। 

নদীর অপর পাড়ের ভাঙনের বিষয়ে তিনি জানান, এটা তো নদী থেকে জেগে উঠা বালুচর। এখানে জিওব্যাগ ডাম্পিং করে কোনো লাভ হবে না। পরবর্তীতে অবস্থার প্রেক্ষিতে প্রকল্প গ্রহণ করে ব্যবস্থা নেওয়া হবে।
 

উজ্জল/সুমি 

সর্বশেষ

পাঠকপ্রিয়