Risingbd Online Bangla News Portal

ঢাকা     মঙ্গলবার   ২৬ অক্টোবর ২০২১ ||  কার্তিক ১০ ১৪২৮ ||  ১৮ রবিউল আউয়াল ১৪৪৩

চাঁদপুরে ৩ কলেজ শিক্ষার্থীর করোনা শনাক্ত 

চাঁদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৭, ২৪ সেপ্টেম্বর ২০২১  
চাঁদপুরে ৩ কলেজ শিক্ষার্থীর করোনা শনাক্ত 

চাঁদপুরের কচুয়া উপজেলার হাসিমপুরে ড. মনসুরউদ্দীন মহিলা কলেজের তিন শিক্ষার্থীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম।

কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সূত্রে জানা যায়, গত ২০ সেপ্টেম্বর ড. মনসুরউদ্দীন মহিলা কলেজের ৫০ শিক্ষার্থীর নমুনা সংগ্রহ করা হয়। যাদের মধ্যে বুধবার (২২ সেপ্টেম্বর) ৩ জনের করোনা রিপোর্ট পজেটিভ আসে।

এ ব্যাপারে অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম বলেন, ‘বুধবার তিন শিক্ষার্থীর করোনা শনাক্তের রিপোর্ট পাই। এরপর তাদের অভিভাবকদের কলেজে ডেকে এনে করোনা শনাক্ত হওয়ার বিষয়টি জানানো হয়। করোনা শনাক্ত শিক্ষার্থীদের হোম আইসোলেশন নিশ্চিত করা হয়েছে।’

অধ্যক্ষ জানান, কলেজ ছাত্রীবাসে থাকতে ইচ্ছুক এমন ৫০ শিক্ষার্থীর করোনা পরীক্ষা করা হয়। ৪৭ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে। ওই ৩ শিক্ষার্থীর রিপোর্ট পজেটিভে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। প্রতিদিন শিক্ষার্থীদের তাপমাত্রা মেপে কলেজে প্রবেশ করানো হয়। কারও তাপমাত্রা বেশি হলে করোনা পরীক্ষা করা হয়। স্বাস্থ্যবিধি মেনে ক্লাস চলছে।
 

জয়/বকুল 

সর্বশেষ

পাঠকপ্রিয়