ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

কালিহাতিতে সমাজসেবক মেরীর উদ্যোগে মাস্ক বিতরণ

কালিহাতি (টাঙ্গাইল) সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০০, ২৫ সেপ্টেম্বর ২০২১   আপডেট: ২১:১১, ২৫ সেপ্টেম্বর ২০২১
কালিহাতিতে সমাজসেবক মেরীর উদ্যোগে মাস্ক বিতরণ

‘মাস্ক পরি, সুস্থ থাকি, জীবন বাঁচাই- করোনাকালে মানুষের পাশে থাকি’- স্লোগানে টাঙ্গাইলের কালিহাতি উপজেলায় সমাজসেবক ফাতিমা নওরিন মেরীর উদ্যোগে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে।

শনিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে বিভিন্ন প্রতিষ্ঠানে এ সব সামগ্রী বিতরণের পাশাপাশি করোনা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির জন্য প্রচারণা চালানো হয়।

মাস্ক বিতরণ উপলক্ষে উপজেলার নাগরাড়ী ইউনিয়নের ধল্যাই বাসস্ট্যান্ডে মাসুদ পারভেজ আকুলের সভাপতিত্বে সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কালিহাতি থানা অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা আজিজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন কালিহাতি প্রেসক্লাবের সভাপতি শাহ আলম, নাগবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুর রহমান মিল্টন, ব্যবসায়ী আব্দুল কাউয়ুম বিপ্লব, শফিকুল ইসলাম, আলম সিকদার, লাট মিয়া, রুস্তম আলী আসেকী, হারুন মাস্টার, মোশাররফ মাস্টার প্রমুখ।

অনুষ্ঠানে ফাতেমা নওরিন মেরী বলেন, আপনারা স্বাস্থ্যবিধি মেনে চলুন, নিয়মিত মাস্ক পরুন, তাহলে করোনাভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পাবেন।   

এ সময় ১০ হাজার মাস্ক এবং দুই শতাধিক হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়।

/বকুল/

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়