Risingbd Online Bangla News Portal

ঢাকা     মঙ্গলবার   ১৯ অক্টোবর ২০২১ ||  কার্তিক ৩ ১৪২৮ ||  ১০ রবিউল আউয়াল ১৪৪৩

মমেক হাসপাতালে করোনা ইউনিটে ৮ মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৮, ২৬ সেপ্টেম্বর ২০২১   আপডেট: ১০:১০, ২৬ সেপ্টেম্বর ২০২১
মমেক হাসপাতালে করোনা ইউনিটে ৮ মৃত্যু

ময়মনসিংহ মেডিক‌্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আট জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় একজন ও উপসর্গ নিয়ে সাত জনের মৃত্যু হয়েছে।

রোববার (২৬ সেপ্টেম্বর) সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন।

মহিউদ্দিন খান মুন জানান, হাসপাতালের করোনা ইউনিটে বাড়ছে ভর্তি রোগীর সংখ্যা। বর্তমানে আইসিইউতে ১১ জনসহ মোট ১১২ জন করোনা রোগী ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন আছেন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ২০ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ জন।

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম জানান, শনিবার ময়মনসিংহ মেডিক‌্যাল কলেজ হাসপাতালের পিসিআর ও অ‌্যান্টিজেন টেস্টে ৩১৪টি নমুনা পরীক্ষা করে ২৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

মিলন/বুলাকী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়